ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৪-২২ ১৮:১০:৩২
রাজধানীর তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। তাদের অভিযোগ প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা মহানবী হযরত মুহাম্মদ সা.কে কটূক্তি করেছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের আগ থেকে সড়কটি বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসেছেন। তবে পরিস্থিতি এখনো শান্ত হয়নি।
জানা গেছে, কারখানার কেমিক্যাল বিভাগের বিধান বাবু নামে এক কর্মকর্তা মহানবী হজরত মুহাম্মদ সা.কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা বিক্ষুব্ধ হন। পরে তারা প্রধান সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।
শ্রমিকদের দাবি হচ্ছে, সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন।
বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর ইশতিয়াক জানান, কারখানাটির কর্তৃপক্ষ অভিযুক্তকে চাকরিচ্যুত করার আশ্বাস দিয়েছে। এছাড়া তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।