ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৩-১৫ ০২:০৫:৩৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৩-১৫ ০২:০৫:৩৬




  • রাজনীতি
  • খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুপারিশ চিকিৎসকদের.

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুপারিশ চিকিৎসকদের

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুপারিশ চিকিৎসকদের


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর সুপারিশ করেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার (১৪ মার্চ ) রাতে সাংবাদিকদের কাছে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসনের ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে রাতে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফিরেন খালেদা জিয়া। নিয়মিত হেলথ চেকাপের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এর আগে সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। এরপরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন বিএনপি নেত্রী।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।









মন্তব্য