ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০২-২০ ০০:২০:২১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০২-২০ ০০:২০:২১




গাজা যুদ্ধের ফল

ইসরায়েলের জিডিপি কমেছে ২০ শতাংশ

ইসরায়েলের জিডিপি কমেছে ২০ শতাংশ


 

গাজা যুদ্ধের প্রভাব পড়েছে ইসরায়েলের জিডিপিতে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ইসরায়েলের জিডিপি শেষ তিনমাসে প্রায় এক-পঞ্চমাংশ সঙ্কুচিত হয়েছে। খবর এএফপি।

 

গত বছরের শেষ তিন মাসে ইসরায়েলের জিডিপি ১৯.৪ শতাংশ কমার জন্য চলমান গাজা যুদ্ধের প্রভাবকে দায়ী করা হয়েছে।



কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত অনুসারে, সামগ্রিকভাবে, ২০২৩ সালে ইসরায়েলের জিডিপি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অক্টোবরে যুদ্ধের পর অনুমান করা হয়েছিল ইসরায়েলের জিডিপি ২.৩ শতাংশ বাড়বে।


২০২০ সালে করোনা মহামারির সময় ইসরায়েলের জিডিপি সবচেয়ে কমেছিল। দেশটির রপ্তানি ১৮.৩ শতাংশ ও আমদানি ৪২.৪ শতাংশ কমেছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে হুথি বিদ্রোহীরা জাহাজে হামলা শুরু করার পর লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। পণ্যগুলো আকাশ পথে এবং অন্য নৌপথে নেওয়ায় ব্যয় বেড়েছে।



গাজায় ইসরায়েলের হামলায় ২৯ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি ব্যাপক শ্রম ঘাটতি ও পর্যটন শিল্পের পতন দেখা দিয়েছে।









মন্তব্য