ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-১০ ২৩:৪৬:১২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-১০ ২৩:৪৬:১২




  • রাজনীতি
  • ভবিষ্যতে ‌আমরা আর সাজানো নির্বাচনে যাবো না:তৈমূর আলম.

ভবিষ্যতে ‌আমরা আর সাজানো নির্বাচনে যাবো না:তৈমূর আলম

ভবিষ্যতে ‌আমরা আর সাজানো নির্বাচনে যাবো না:তৈমূর আলম


তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচন হয়েছে সরকার বনাম সরকার। ফলে দেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। 

তিনি আরও বলেন, ‌‘ভবিষ্যতে ‌আমরা আর সাজানো নির্বাচনে যাবো না।’ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তৈমূর আলম খন্দকার আরও বলেন, ‘তৃণমূল বিএনপি রাজনীতি করবে। ব্যারিস্টার নাজমুল হুদা যিনি বিএনপিরও প্রতিষ্ঠাতা, তৃণমূল বিএনপিরও প্রতিষ্ঠাতা। তিনিই তত্ত্বাবধায়ক সরকারের কথা জনগণের কাছে বলেছিলেন। আমরা এসব পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। আমরা সব প্রার্থীদের ঢাকায় ডাকবো। তাদের কাছে যে রিপোর্ট আছে, আমরা তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো।’ নির্বাচন কমিশন ক্ষমতাহীন উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের কোনো জনবল নেই। প্রশাসনের ওপর নির্ভর করে চলতে হয়। প্রশাসনও সরকারের আজ্ঞাবহ থাকে।’ 









মন্তব্য