ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১২-২৭ ২০:০৮:২৮




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১২-২৭ ২০:০৮:২৮




  • আইন-আদালত
  • ১ জানুয়ারি থেকে আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের.

১ জানুয়ারি থেকে আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের

kzqghvva

১ জানুয়ারি থেকে আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের

kzqghvva


আসছে নতুন বছরের প্রথম দিন থেকে টানা সাতদিন সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির অসহযোগ আন্দোলনে সংহতি জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

আদালত বর্জনের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিসহ সব বিচারকদের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে। আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সব জেলা আদালত, সেশন্স আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালত, মুখ্য জুডিসিয়াল আদালতসহ সব আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির ২৩ হাজার ৪৬০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা করা হয়েছে ৬৮৪টি।

আর গত ১৬ সপ্তাহে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১ হাজার ৪৮২ জনকে।

সংবাদ সম্মেলনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীরা উপস্থিত ছিলেন।









মন্তব্য