ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১২-১৪ ০১:০২:৪১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১২-১৪ ০১:০২:৪১




  • আইন-আদালত
  • বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের স্টাফদের আসতে নিষেধ করে শাসিয়েছে পুলিশ.

বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের স্টাফদের আসতে নিষেধ করে শাসিয়েছে পুলিশ

বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের স্টাফদের আসতে নিষেধ করে শাসিয়েছে পুলিশ


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢুকে অফিস স্টাফদেরকে শাসিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন। 

তিনি জানান, বুধবার রাত ১০টা ৪০মিনিটের দিকে এ গুলশান জোনের এডিসির নেতৃত্বে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ১৫ সদস্যের একটি টিম চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে নানান তল্লাশি চালায়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে অর্পণের জন্য আনা ফুলের রিং টি নিয়ে যায়। তিনি আরো জানান, শুধু তাই নয়, আগামীকাল সকালে যে কেউ চেয়ারপার্সন কার্যালয়ে এলে তাকে গ্রেফতার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিট অবস্থানের সময় কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয়। উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের লক্ষ্যে আগামীকাল সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ প্রবেশের ঘটনার সময় অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।









মন্তব্য