ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১২-১২ ১৭:৩৩:০১
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয় জানিয়েছেন তিনি। বিএনপির এ নেতা জানান, চিকিৎসার জন্য আজ তার ভারতের দিল্লি যাওয়ার কথা ছিল। তার ফ্লাইট ছিলো দুপুর আড়াইটায়। এজন্য দুপুরে বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ে লাগেজ বিমানে নেওয়া হলেও ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়। হাফিজ উদ্দিন আহমেদ আরও জানান, আগামীকাল বুধবার দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুর অপারেশনের কথা ছিল।