ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-২৯ ০০:০১:০৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-২৯ ০০:০১:০৩




  • সারা দেশ
  • বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা.

বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা

kzqghvva

বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা

kzqghvva


বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়ি দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুরে সোমবার রাতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। তাদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি প্রাইভেটকার।

এ ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তবে আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১টার দিকে পৌরসভার আলাইয়ারপুর মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ‘মিন্টু গার্ডেনে’র সামনে থাকা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়া হয়। ফেনী থেকে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ‘আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করে। তার ছোট ভাই জেলা বিএনপির সদস্য ও দাগনভূঞা উপজেলা সভাপতি আকবর হোসেনের স্ত্রী উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন আকবর ও তার সন্তানদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।’

থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ রাশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার আগে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত শনিবার বিএনপির ডাকা অবরোধের সমর্থনে তুলাতুলী এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিল শেষে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আকবরকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করে। তাকে ফেনী মডেল থানায় দু’টি ও দাগনভূঞা থানায় পুলিশের দায়ের করা এক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।









মন্তব্য