ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-৩১ ১৯:২৩:০৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-৩১ ১৯:২৩:০৬




  • জাতীয়
  • শনিবার নিবন্ধিত দলগুলোর সঙ্গে বসছে ইসি.

শনিবার নিবন্ধিত দলগুলোর সঙ্গে বসছে ইসি

শনিবার নিবন্ধিত দলগুলোর সঙ্গে বসছে ইসি


আগামী ৪ নভেম্বর নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রস্তুতি নিয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির এই বৈঠক হবে। বুধবার দলগুলোকে চিঠি দেওয়া হবে।

জাহাংগীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারিত দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

রাজনৈতিক দলগুলো ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে ইসি।

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।  ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে।









মন্তব্য