ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১০-২৯ ০১:১৬:১৭
রাজধানীতে সরকার বিরোধী এক দফা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সমমনা অন্যান্য রাজনৈতিক দল সমূহের কর্মসূচিতে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে বলে জানিয়েছে দেশটি।
শনিবার (২৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এটি জানায় ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও একইভাবে অগ্রহণযোগ্য।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সব সহিংস ঘটনা পর্যালোচনা করব। মার্কিন দূতাবাস সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছে।