ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০১ ০২:০৪:১৫




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০১ ০২:০৪:১৫




  • জাতীয়
  • ১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টার.

১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টার

kzqghvva

১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টার

kzqghvva


 

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এর ফলে রাজধানীতে তীব্র যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। সভাটি অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।


স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন সংগঠন নিজেদের দাবি-দাওয়া জানাতে সড়ক অবরোধ করছে, অথচ নির্ধারিত স্থান যেমন মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি আয়োজনের সুযোগ রয়েছে। তিনি বলেন, “রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহর অচল হয়ে পড়ে। এতে শুধু যানজটই নয়, সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়ে। তাই আমি অনুরোধ করছি, এ ধরনের কর্মসূচি সুনির্দিষ্ট জায়গায় করা হোক, যাতে জনদুর্ভোগ কম হয়।”


তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও আন্দোলন গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও তা যেন জনজীবনে স্থবিরতা সৃষ্টি না করে, সেটি সবার দায়িত্ব। “সবারই দাবি-দাওয়া থাকতে পারে, প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু সেটা যেন মানুষের কষ্টের কারণ না হয়,” মন্তব্য করেন তিনি।


এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গও উল্লেখ করেন। জাহাঙ্গীর আলম বলেন, “সর্বশেষ সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটি ধরে রাখা জরুরি। একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে আমাদের সেটি মোকাবিলা করতে হবে।”


নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি। আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। তিনি বলেন, “সেদিন এই প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করা হবে।”









মন্তব্য