ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৭ ১৪:০৮:৫২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৭ ১৪:০৮:৫২




  • রাজনীতি
  • দেশবাসীকে মহাসমাবেশে যোগদানের আহ্ববান ফখরুলের.

খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, সিসিইউতে আছেন

দেশবাসীকে মহাসমাবেশে যোগদানের আহ্ববান ফখরুলের

kzqghvva

দেশবাসীকে মহাসমাবেশে যোগদানের আহ্ববান ফখরুলের

kzqghvva


আগামী ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশে দেশবাসীকে নিজেদের অধিকার প্রয়োগের জন্য যোগ দেওয়া আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, মহাসমাবেশ ঠেকাতে অসংখ্য নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। নতুন করে চারশ’র অধিক মামলা দেওয়া হয়েছে। রাতে আদালত চালিয়ে দণ্ডাদেশ দেওয়া হচ্ছে। নেতা কর্মীদের সাধারণ মানুষদের সমাবেশে আসতে বাধা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের এখন কোন অধিকার নেই। বাজারের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এই দুর্ভোগ থেকে মানুষ বাঁচতে চায়। আমরা বার বার সরকারের প্রতি আহ্বান জানিয়েছি একদফা দাবি মেনে নিয়ে আপনাদের শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে পদত্যাগ করুন। কিন্তু তারা পুরনো ভাবে ২০১৪ ও ২০১৮ সালের মত সাজানো নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়।

এ সময় মির্জা ফখরুল দেশের মানুষকে মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের অধিকার ফিরে পেতে, স্বাধীন ভাবে কথা বলতে, দেশের অনিয়ম দুর্নীতি ঠেকাতে, সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খানসহ কেন্দ্রীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, সিসিইউতে আছেন: ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া এখন সিসিইউতে রয়েছেন বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের তিনজন চিকিৎসক এসে কিছু প্রসিডিওর করতে পেরেছেন, তিনি সিসিইউতে আছেন, তিনি কিছুটা ভালো আছেন।









মন্তব্য