ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৫ ০০:২৫:৫৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৫ ০০:২৫:৫৩




  • আইন-আদালত
  • জামায়াত সমাবেশের অনুমতি পাবে না, জমায়েত হলে ব্যবস্থা: বিপ্লব সরকার.

জামায়াত সমাবেশের অনুমতি পাবে না, জমায়েত হলে ব্যবস্থা: বিপ্লব সরকার

kzqghvva

জামায়াত সমাবেশের অনুমতি পাবে না, জমায়েত হলে ব্যবস্থা: বিপ্লব সরকার

kzqghvva


২৮ অক্টোবর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাদেরকে সমাবেশের কোনো ধরনের অনুমতি দেবে না পুলিশ। অনুমতি ছাড়া তারা সভা-সমাবেশ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার একটি টেলিভিশনের অনলাইন সাক্ষাৎকারে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। এর আগে সোমবার ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় জামায়াতে ইসলামী। এরপরই ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হলো।

এক প্রশ্নে জবাবে বিপ্লব বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশকে শাপলা চত্বরে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি জামায়াত ইসলামীকে সভাসমাবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ জামায়াত একটি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল, যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত। যার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে। তাই জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেবার সুযোগ নেই। ডিএমপি জামায়াত ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে বদ্ধ পরিকর।’

তারা তো একটা রাজনৈতিক দল। রাজনৈতিক দল কি সভা-সমাবেশ করতে পারবে না? এমন প্রশ্নে বিপ্লব কুমার সরকার বলেন, ‘জামায়াত যুদ্ধপরাধের দল। অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের পার্থক্য আছে। হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন সেটা বাস্তবায়ন করেছে। কাজেই জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।’

তারা যদি অনুমতি ছাড়া সমাবেশ করে তাহলে পুলিশ কী করবে? জানতে চাইলে ডিএমপির যুগ্ম-কমিশনার বলেন, ‘ডিএমপির একটা অধ্যাদেশ আছে। সেই অধ্যাদেশে উল্লেখ আছে, পুলিশ কমিশনারের নির্দেশ ছাড়া কেউ সভা-সমাবেশ করতে পারবে না। পুলিশের অনুমতি ছাড়া তারা যদি সভা-সমাবেশ করে তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









মন্তব্য