ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৪ ০১:১৮:৩৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৪ ০১:১৮:৩৭




  • জাতীয়
  • ২৮ অক্টোবরে সতর্ক থাকতে প্রশাসনকে নির্দেশ মন্ত্রিসভার.

২৮ অক্টোবরে সতর্ক থাকতে প্রশাসনকে নির্দেশ মন্ত্রিসভার

kzqghvva

২৮ অক্টোবরে সতর্ক থাকতে প্রশাসনকে নির্দেশ মন্ত্রিসভার

kzqghvva


আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য সাংবাদিকদের জানান।মাহবুব হোসেন বলেন, ২৮ তারিখের বিএনপির সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, জনগনের দুর্ভোগ না-হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে ।

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগও ২৮ অক্টোবর রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। সেদিন দুপুর দুইটায় রাজধানীর গুলিস্তান বায়তুল মোকাররম দক্ষিণ গেট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে দুই দলের এই সমাবেশ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আওয়ামী লীগ বলছে, বিএনপির ‘অরাজকতা’ ঠেকাতে তারা মাঠে থাকবে। হেফাজতে ইসলামের মতো বিএনপি রাস্তায় বসে তাকবে বলে আশঙ্কা সরকারি দলের।

তবে বিএনপি বলেছে, তাদের নেতাকর্মীদের ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি। তাই শাপলা চত্বরের মতো ঘটনার পুনরাবৃত্তি করে বিএনপিকে নির্মূল করা সহজ নয়।

রোববার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না। তারা আন্দোলন করতে চায়, করবে। কোন সমস্যা নেই। আমরা বাধা দেবো না। তবে, অগ্নিসন্ত্রাস, ভাংচুর করলে ছাড় দেওয়া হবে না।









মন্তব্য