ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১০-২৩ ০১:২৪:৩৯
বিধ্বস্ত গাজায় পানিসহ অন্যান্য মানবিক সরবরাহ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। এনবিসি-র ‘মিট দ্য প্রেস’- অনুষ্ঠানে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন বলেন, ইসরায়েল গত সপ্তাহে গাজায় একটি পানির পাইপলাইন ফিরিয়ে দিয়েছে, তবে এখানে আরও কয়েকটি পাইপলাইন রয়েছে আমরা যার পুনরুদ্ধার দেখতে চাই।
শীর্ষ মার্কিন কূটনীতিক বলেন, গাজায় পরিষ্কার খাবার পানি আছে তা নিশ্চিত করার জন্য ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোকেও আবার চালু করতে হবে এবং বেসামরিকরা দূষিত পানি পান করার কারণে ছিটমহলে রোগ ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে উদ্বিগ্ন বাইডেন প্রশাসন।
ব্লিঙ্কেন শনিবার গাজায় মানবিক সহায়তার প্রথম ২০ ট্রাক প্রবেশের কথা উল্লেখ করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে কিছু কনভয় আবার চলতে শুরু করেছে। আজ আমরা কথা বলার পর আরও কয়েক ট্রাক যাচ্ছে। বিপরীতে বিদেশি প্রতিবেদন সত্ত্বেও, ইসরায়েল অস্বীকার করেছে যে জ্বালানি বহনকারী একটি কনভয় আজ গাজায় প্রবেশ করেছে। সেক্রেটারি অব স্টেট বলেছেন, মার্কিন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য গাজায় আরও মানবিক সহায়তা দিতে প্রতিদিন কাজ করা হচ্ছে।