ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১০-২২ ১৬:৫৬:৫৯
এদেশে হিন্দুদের ওপর যতবার আঘাত এসেছে সব সময় পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী একথা বলেন ।
পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা নষ্ট হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমাদের হিন্দুদের সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাধারণ উদার মনের। তারা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। এজন্যই আমাদের আজকের স্লোগান ‘ধর্ম যার যার উৎসব সবার।’ আজকে সারাদেশে ৩২ হাজারের ওপর পূজামণ্ডপ। সব জায়গাতেই সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শই ছিল অসাম্প্রদায়িক চেতনা, এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে। সব ধর্মের মানুষ যার যার অধিকার ভোগ করবে। কেউ কারো ওপর হস্তক্ষেপ করবে না।