ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১৩ ১৫:৫৭:১৯




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১৩ ১৫:৫৭:১৯




  • খেলা
  • টস হেরে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ.

টস হেরে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ

kzqghvva

টস হেরে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ

kzqghvva


বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ দল। যেখানে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭.১ ওভারে চার উইকেটে ৮১ রান।

শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। কিন্তু ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন লিটন। ট্রেন্ট বোল্টের বলে ম্যাট হেনরির তালুবন্দী হন এ টাইগার ওপেনার (০)।

এরপর উইকেটে আসেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে নিয়ে ৪০ রানে জুটি গড়েন তামিম। একই সঙ্গে নিজের ব্যক্তিগত ইনিংসও এগিয়ে নিতে থাকেন তিনি। তবে ভালো শুরুর পর ফার্গুসনের বলে কনওয়ের তালুবন্দী হন তামিম (১৬)।

তার বিদায়ে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। এর পরেই প্যাভিলিয়নে ফিরে যান মিরাজ। লকি ফার্গুসনের বলে আউট হওয়ার আগে ৩০ রান করেন তিনি। মিরাজের দেখানো পথেই পা বাড়িয়েছেন শান্তও।


ম্যাচের ১৩তম ওভারের প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন শান্ত। ফিলিপসের বলে কনওয়েকে ক্যাচ দেওয়ার আগে ৭ রান করেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। তবে চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এখন মুশফিক ২০ ও সাকিব ৪ রানে অপরাজিত আছেন।









মন্তব্য