ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১০ ১৩:৩৩:১৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১০ ১৩:৩৩:১৩




  • জাতীয়
  • প্রতিনিধি দল ফিরলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে পর্যবেক্ষক পাঠাবে কিনা: সিইসি.

প্রতিনিধি দল ফিরলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে পর্যবেক্ষক পাঠাবে কিনা: সিইসি

kzqghvva

প্রতিনিধি দল ফিরলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে পর্যবেক্ষক পাঠাবে কিনা: সিইসি

kzqghvva


সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কি সরকারের সাথে কিভাবে কাজ তা জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী দল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। সিইসি জানিয়েছেন, প্রাক নির্বাচনী প্রতিনিধি দল দেশে ফিরলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা। 

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় আগারগাঁও নির্বাচন কমিশনের সভাকক্ষে যুক্তরাষ্ট্র প্রাক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সিইসি এসব কথা জানান। 

এর আগে সিইসির নেতৃত্বে সকাল ১১টা থেকে শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের রোল, দায়িত্ব, একটিভিটিস সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের সবকিছু বোঝাতে পেরেছি। সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের প্রসেসটা কি হয়, কিভাবে নির্বাচন পরিচালনা করা হয়- এগুলো জানতে চেয়েছে। মোট কথা ওরা যা জানতে চেয়েছেন- তা জেনেছেন। এখন দেশে ফিরে গিয়ে পর্যালোচনা করে হয়ত তারা সিদ্ধান্ত নেবে অবজারবেশন টিম পাঠাবে কিনা, পাঠালে কিভাবে পাঠাবেন। 

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর প্রতিনিধি দলে রয়েছেন, কালর্ফ ইন্দারফার্থ, বন্নি গ্লিক, মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মেনপ্রিথ সিঙ্গ আনন্দ, জোহানা কাও, জামিল জাফর নাজিম, গেওফরে পেটার মেকডোনাল্ড, ডেভিড লে হোগস্ট্রা ও মারিও মৈত্রী।

সোমবার মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধিদল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে। এ সময় রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

এর আগে চলতি বছরের গত ৮-২৩ জুলাই ঢাকা সফরে করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। তারা বিভিন্ন মহলের সাথে বৈঠক শেষে নিজ দেশে ফিরে যান। পরবর্তীতে ইইউ থেকে বিবৃতে জানানো হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার মতো কোনো পরিবেশ নেই। সে কারণে তারা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে না তারা। শুধু নির্বাচনের তথ্য সংগ্রহ করার জন্য সীমিত আকারের গবেষকদল পাঠাতে পারে।









মন্তব্য