ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১০-০৯ ১৪:০৮:০৫
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে আগুন লাগার কারণ এবং বিস্তারিত বিষয়ে জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।