ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-০৫ ০০:৩৮:৪৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-০৫ ০০:৩৮:৪৩




  • জাতীয়
  • রসায়নে নোবেল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের.

রসায়নে নোবেল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের

রসায়নে নোবেল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের


কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কারের জন্য এ বছরের রসায়নে নোবেল জিতেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা হচ্ছেন, অ্যালেক্সি একিমোভ, মুঙ্গি বাওয়েন্দি এবং লুইস ই ব্রুস। তাদের মধ্যে অ্যালেক্সি রুশ নাগরিক এবং শেষ দুইজন মার্কিন নাগরিক।

এনএন জানিয়েছে, কোয়ান্টাম ডট টেকনোলজি বিজ্ঞানের এক অভূতপূর্ব আবিষ্কার। এলইডি লাইট থেকে শুরু করে টেলিভিশন স্ক্রিন কিংবা ক্যান্সার টিস্যু ধ্বংস করতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। 

এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন ও এক রুশ বিজ্ঞানী।









মন্তব্য