ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৯-০৬ ১৬:২৪:২২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৯-০৬ ১৬:২৪:২২




  • জাতীয়
  • আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬.

আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬

kzqghvva

আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬

kzqghvva


আগস্ট মাসে সারা দেশে বিভিন্ন স্থানে ৪৪১ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৯৩ জন। এই হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৬ জন।বুধবার (০৬ আগস্ট) যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।যাত্রী কল্যাণ সমিতির তথ্যমেত, গত মাসে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। এবং সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে। এই সময়ে ১৭১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন নিহত, ১৪৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৮.৭৭ শতাংশ, নিহতের ৩৯.৪৩ শতাংশ ও আহতের ১৮.৭৮ শতাংশ।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া শুরু করতে যাচ্ছে সরকার। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা এবং কারো অঙ্গহানি হলে ক্ষতিপূরণ দেয়া হবে ৩ লাখ টাকা। আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









মন্তব্য