ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৯-০৩ ০১:৩৯:৩৪




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৯-০৩ ০১:৩৯:৩৪




  • রাজনীতি
  • বিরোধীনেতাদের হয়রানি করে ইমিগ্রেশন: মির্জা ফখরুল.

বিরোধীনেতাদের হয়রানি করে ইমিগ্রেশন: মির্জা ফখরুল

kzqghvva

বিরোধীনেতাদের হয়রানি করে ইমিগ্রেশন: মির্জা ফখরুল

kzqghvva


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের হয়রানি করার যত কৌশল আছে, এখানেও (ইমিগ্রেশন) তাই ফেস (মোকাবিলা) করতে হয়েছে; সবাইকে করতে হয়। আমরা যারা বিরোধী দল করি, একবার যাওয়ার সময় ইমিগ্রেশন হয়রানি করে, আবার ফেরার সময়ও; এটা থাকেই। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গিয়েছি, তবুও আমাকে এগুলো (হয়রানি) ফেস করতে হয়।’

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। পরে বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গত ২৪ আগস্ট তার স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির এই নেতা। 

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া চেকের বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন শুরু করলে তাকে সঙ্গে সঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এগুলো রুচির বাইরে। সরকার এমন একটা জগৎ তৈরি করেছে যে, জগতে নোংরামি ছাড়া কিছু নেই। এটা খুবই দুঃখজনক ব্যাপার, আমরা যারা রাজনীতি করি, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, এখন গণতন্ত্রের সংগ্রামে আছি; আমাদের জড়িয়ে এরকম নোংরা কথাবার্তা ছড়ায়, এটার উত্তর দেওয়াটাও লজ্জাজনক ব্যাপার।’

এদিন বিমানবন্দরে হুইলচেয়ারে বসে বেরিয়ে আসেন মির্জা ফখরুল। এসময় শারীরিকভাবে কিছুটা অসুস্থ দেখা গেছে তাকে। পরে সাংবাকিদের তিনি জানান, আগামীকাল (রবিবার) তিনি আদালতে যাবেন, সেখানে হাজিরা শেষে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। 

এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী, সাবেক ছাত্রদলনেতা মো. ইউনুস আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।









মন্তব্য