ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৮-২৭ ১৫:৩৬:০৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৮-২৭ ১৫:৩৬:০৩




  • জাতীয়
  • ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য’.

সিইসির সঙ্গে সারাহ কুকের বৈঠক

‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য’

‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য’



যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে- এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। প্রধান নির্বাচন কমিশনারের সাথে ভোটের সময় গণমাধ্যম, সুশীল সমাজ ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বৃটিশ হাইকমিশনার সাংবাদিকদের এ মন্তব্য করেন।

এদিকে যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠেছিল। উনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়।

সিইসি  বলেন, গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ট্রান্সপারেন্সিতে খুব জোর দিয়ে থাকবো। পর্যবেক্ষক ও গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করে থাকবো। 

তিনি বলেন, গণমাধ্যম থেকে মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে দাবি তোলা হয়েছে। এটা অপব্যবহারের শঙ্কা থেকে বাদ দিয়েছিলাম। তবে  আমরা বলছি গণমাধ্যমের দাবির যৌক্তিকতা আছে।

মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হতে পারে। আমরা বলেছি এটা আন্ডাররিভিও করছি, এটা পরিবর্তন করবো। উনি আশা করেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হয়।









মন্তব্য