ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-০৮-২১ ১৭:৫৪:১২
আশঙ্কাই সত্যি হলো। শেষ পর্যন্ত নাটক পাড়ায় নিষিদ্ধ হলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আজ সোমবার (২১ আগস্ট) তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তটি জানিয়েছেন সংগঠনটির নেতারা। এতে জানানো হয়, আগামী তিন মাস সব ধরনের নাটক-টেলিফিল্মের কাজে নিষিদ্ধ থাকবেন চমক। সেই সাথে নির্মাতার আর্থিক ক্ষতি পরিশোধ ও মিথ্যা জিডি তুলে নেবার জন্য আগামী ৩০ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছে চমককে। অন্যথায় চমকের বিরুদ্ধে নতুন সিদ্বান্ত ঘোষনা করার কথা জানিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের এর নেতৃবৃন্দ।
অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমক ইসুতে সৃষ্ট চলমান সংকট ও জটিলতা বিষয়ে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। মাননীয় সভাপতি জনাব অনন্ত হিরা সংগঠনের সাধারণ সম্পাদককে লিখিত বক্তব্য পাঠ করার অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস এম কামরুজ্জামান সাগর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সভাপতি জনাব অনন্ত হিরা।
গত ১৩ আগষ্ট ২০২৩ রবিবার অভিনয় শিল্পী রুকায়াইয়া জাহান চমক এর বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সম্মানিত সদস্য নির্মাতা আদিব হাসান এর অভিযোগের প্রেক্ষিতে তিন সংগঠনের সমন্বয়ে নিকেতন কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তি সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বিস্তারিত বক্তব্য শোনার পর তিনটি সংগঠনের উপস্থিত সবার কাছেই প্রমানিত হয় যে, উক্ত দিনের স্যুটিং সেটে ঘটে যাওয়া সকল অপ্রীতিকর ঘটনার জন্য দ্বায়ী অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
উক্ত ঘটনার দিন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বিষয়টি সাংগঠনিকভাবে সমাধান করবেন বলে দায়িত্ব নেবার পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একের পর এক সাংগঠনিক সিদ্ধান্ত গুলো অমান্য করে নির্মাতা আদিফ হাসান এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরি করে এবং সংগঠনগুলোর অনুরোধ উপেক্ষা করে মিডিয়ার সঙ্গে কথা বলে পাশাপাশি অডিও বার্তা রেকর্ড করে সাংবাদিকসহ মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন মানুষকে পাঠায় যাহা সংগঠনের জন্য অসম্মান জনক ও বিব্রত কর। এতগুলো ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে সংগঠনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে এবং মিডিয়াতে পেশাগত পরিবেশ রক্ষার স্বার্থে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ আজ ২১ আগষ্ট ২০২৩ তারিখে নিকেতনস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত ঘোষনা করেন।
ডিরেক্টর গিল্ড বাংলাদেশ এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক অভিযোগ প্রমানিত অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমকের সাথে ডিরেক্টর গিল্ড বাংলাদেশ এর কোন সদস্য আগামী ১ সেপ্টম্বর ২০২৩ থেকে পরবর্তী তিন মাসের জন্য টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সকল প্রকার নির্মাণ কাজ থেকে বিরত থাকবো। চমক আগামী ৩০ আগষ্ট ২০২৩ এর মধ্যে নির্মাতার আর্থিক ক্ষতি যা হয়েছে সেটা পরিশোধ করবে এবং নির্মাতা আদিফ হাসান এর বিরুদ্ধে করা মিথ্যা জিডি তুলে নেবে অন্যথায় আমরা নুতন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। উক্ত সিদ্ধান্তের সাথে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সংগঠন ট্যাডব, অডিও ভিজুয়াল টেকনিক্যাল ওনাস এসোসিয়েশন, শুটিং লাইট ওনারস এসোসিয়েশন, শুটিং হাউজ ওনারস এসোসিয়েশন, বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রডাকশন ম্যানেজার এসোসিয়েশন, শুটিং লাইনম্যান এসোসিয়েশন, শুটিং ইউনিট মাইক্রোবাস চালক সমিতি একাত্মতা প্রকাশ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ খান, অর্থ সম্পাদক আবু রায়হান মো: জুয়েল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক সাঈদ রহমান, কার্যনির্বাহী সদস্য দীন মোহাম্মদ মন্টু, গাজী আপেল মাহমুদ, ফিরোজ আহমেদ দুলাল, এস এম শহিদুল ইসলাম রুনু, শাহীন মাহমুদ, নাসির উদ্দিন মাসুদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অনান্য সংগঠনের নেতৃবৃন্দ সাদেক সিদ্দিকী, আশরাফুল আলম বাবলু, জীবন রায়, রাজ্জাক রাজ, এম সালাম চৌধুরী, আবদুল্লা আল মামুন, আব্দুল আলিম, রিপন রহমান, আবু জাফর অপু, মো: আনোয়ার, মো: শুক্কুর আলী, মো: ইব্রাহীম সাহরিয়ার, মো: আনোয়ার হোসেন খান, মো: এনামুল হকসহ অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান ও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সদস্যবৃন্দ।