ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৬-২১ ১৫:৩১:৫৯




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৬-২১ ১৫:৩১:৫৯




  • খেলা
  • বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত.

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত


ডেইলি বাংলা টাইমস: ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জেতা হলো না বাংলাদেশের মেয়েদের। ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমেও মাত্র ৯৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৩১ রানে জিতে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতে নিলো ভারত। 


আজ বুধবার (২১ জুন) ফাইনালে বৃষ্টির সম্ভাবনা ছিলো। তবে শেষমেশ বৃষ্টির শঙ্কা উড়িয়ে মাঠে গড়ায় ম্যাচ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত।


ব্যাটিংয়ে নেমে দীনেশ বৃন্দার ৩৬ আর কণিকা আহুজার অপরাজিত ৩০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে ভারত 'এ' দল।

১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শিরোপাই হারিয়ে বসতে হয় বাংলাদেশকে। ভারতের হয়ে শ্রেয়াঙ্কা পাতিল একাই নিয়েছেন ৪ উইকেট। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে নাহিদা আক্তারের ব্যাট থেকে, আর সোবহানা মোস্তারি করেন ১৬ রান। এছাড়া আর কেউই কিছু করতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। ১৯.২ ওভারে ৯৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৩১ রানে জিতে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় ভারতের মেয়েরা।









মন্তব্য