ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৫-০২ ১৩:৫৭:৪২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৫-০২ ১৩:৫৭:৪২




  • অর্থনীতি
  • বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, চুক্তি সই.

বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, চুক্তি সই

বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, চুক্তি সই



বাংলাদেশকে ৫টি প্রকল্প বাস্তবায়নে আড়াই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ বিষয়ে সোমবার (১ মে) বিশ্বব্যাংকের সদরদফতরের প্রিস্টন অডিটোরিয়ামে চুক্তি সই হয়েছে।


‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে দু’পক্ষের মধ্যে চুক্তি সই হয়। অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অধিবেশনে ভাষণ শেষে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে পদ্মা সেতুর একটি ছবি তুলে দেন। এসময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হয়েছিল।



ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করবো- বিশ্বব্যাংক আগামী বছরগুলোতে আমাদের ভৌত ও সামাজিক উভয়খাতে মেগা প্রকল্পগুলোতে সম্পৃক্ত হবে। ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ অবকাঠামো ও লজিস্টিকসে বিনিয়োগ অব্যাহত রাখবে।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।









মন্তব্য