ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৪-২৪ ১৪:১৫:৩৮




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৪-২৪ ১৪:১৫:৩৮




  • জাতীয়
  • তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে.

তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে

kzqghvva

তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে

kzqghvva


ডেইলি বাংলা টাইমস:  বৃষ্টিপাতের আভাস থাকলেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার (২৪ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।


মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।


সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।


সোমবার সকাল ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশেন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৫৩ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টি হয়েছে সামান্য।









মন্তব্য