ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৪-১৬ ২০:৫৫:৪৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৪-১৬ ২০:৫৫:৪৬




  • জাতীয়
  • মালগাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ছিটকে গেল ট্রেন, আহত ৪০.

মালগাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ছিটকে গেল ট্রেন, আহত ৪০

মালগাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ছিটকে গেল ট্রেন, আহত ৪০


ডেইলি বাংলা টাইমস:  মালগাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ছিটকে গেল ট্রেন, আহত ৪০দুর্ঘটনাস্থল কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন। এতে ‘সোনার বাংলা’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে গেছে। দুর্ঘটনায় ৪০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় থেমে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এছাড়া মালবাহী ট্রেনটিও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ঢাকা ও চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার বিষয়ে রেল সেবার সঙ্গে সংযুক্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন জানান, চট্টগ্রাম ঢাকা সোনারবাংলা ৭৮৭ ট্রেন হাসানপুর স্টেশন দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে প্রায় ৮০ কিলোমিটার বেগে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারাত্মক দুর্ঘটনায় পড়ে ট্রেন দুটি। ইঞ্জিন এবং পরের কয়েকটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ হতাহত হয়ে থাকতে পারেন। ইঞ্জিন চলে গেছে জমিতে। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।









মন্তব্য