ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০২-২২ ১৯:২৯:৫৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০২-২২ ১৯:২৯:৫৩




  • অর্থনীতি
  • ব্যাংকের নামের শেষে লিখতে হবে ‘পিএলসি’.

ব্যাংকের নামের শেষে লিখতে হবে ‘পিএলসি’

ব্যাংকের নামের শেষে লিখতে হবে ‘পিএলসি’


ডেইলি বাংলা টাইমস: এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। আর পিএলসি লেখার জন্য আলাদাভাবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না; পিএলসি লেখা কার্যকর করে বাংলাদেশ ব্যাংককে চিঠির মাধ্যমে অবহিত করলেই হবে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।


এতে বলা হয়, কোম্পানি আইন ১৯৯৪-এ সন্নিবেশিত ১১ক(ক) ধারার বিধান অনুসারে, বাংলাদেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক ব্যাংক-কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘PLC.’ অন্তর্ভুক্তকরণ এবং এ লক্ষ্যে ব্যাংক-কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় আইনানুগ আনুষ্ঠানিকতা সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানিসমূহকে অনুমতি দেওয়া হলো।


ব্যাংক-কোম্পানিসমূহের নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিকতা সম্পাদনের ক্ষেত্রে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর যথাক্রমে ১১৬ ও ১১৭ ধারার আওতায় ব্যাংক-কোম্পানিসমূহ কর্তৃক বাংলাদেশ ব্যাংক বরাবরে পৃথকভাবে আবেদন দাখিলের প্রয়োজন হবে না।  


তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পাদন করার পর বিষয়টি অবগতিসহ পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংক-কোম্পানিসমূহকে এ বিভাগে আবেদন দাখিল করতে হবে।









মন্তব্য