ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-১৪ ১৯:২৭:০৮




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-১৪ ১৯:২৭:০৮




  • খেলা
  • চূড়ান্ত হলো বিসিবির নির্বাচনের তারিখ.

চূড়ান্ত হলো বিসিবির নির্বাচনের তারিখ

kzqghvva

চূড়ান্ত হলো বিসিবির নির্বাচনের তারিখ

kzqghvva


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। এ প্রক্রিয়াকে সামনে রেখে শনিবার বোর্ড সভাপতির নেতৃত্বে বিসিবির পরিচালকদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচনের সময়কার কার্যক্রম পরিচালনা, আসন্ন ইজিএম ও এজিএমের সম্ভাব্য সূচি এবং ঢাকা মেট্রোপলিটনের ক্লাব ক্রিকেট সংগঠকদের সম্ভাব্য কাউন্সিলর তালিকা নিয়ে আলোচনা হয়। সভা শেষে জানা গেছে, বিসিবির নির্বাচনের তপশিল চূড়ান্ত করা হয়েছে।

২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল। আর ৪ অক্টোবর নির্বাচন। 

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অক্টোবরে যে নির্বাচন হবে সেটি নিয়ে ধাপে ধাপে প্রক্রিয়া চলছে। তিনজন নির্বাচন কমিশনার দায়িত্ব নিয়েছেন। প্রক্রিয়া কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবে, এসব বিষয় নিয়েই আমাদের পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।’

নির্বাচনের ধাপ

বিসিবি নির্বাচন মোট তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—

১ ক্যাটাগরি-ওয়ান: বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন পরিচালক।


২ ক্যাটাগরি-টু: ক্লাব প্রতিনিধিদের ভোটে ১২ জন পরিচালক।


৩ ক্যাটাগরি-থ্রি: সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে ১ জন পরিচালক।


এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসবেন আরও ২ জন পরিচালক। সবমিলে ২৫ পরিচালক ভোট দিয়ে নির্বাচিত করবেন বিসিবির সভাপতি।









মন্তব্য