ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-১১ ১৬:৩৪:৩২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-১১ ১৬:৩৪:৩২




  • শিক্ষা
  • অসঙ্গতির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল.

অসঙ্গতির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

kzqghvva

অসঙ্গতির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

kzqghvva


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে  সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের প্রার্থীরা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করে বলেন, তাদের ভিপি প্রার্থীকে তাজুদ্দিন হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই হলে ভোটার তালিকায় কারও ছবি ছিল না, ফলে দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়। তিনি দাবি করেন, জামায়াত নেতার একটি প্রতিষ্ঠান থেকে কেনা অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) মেশিনে কারচুপি হয়েছে। অমোচনীয় কালি উঠে গেছে এবং তাদের প্রতিবাদের পরও বাতিল করা ব্যালট দিয়ে ভোটগ্রহণ চালানো হয়েছে।

তানজিলা হোসাইন আরও বলেন, জাহানারা ঈমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয় এবং সেখানে উত্তেজনা সৃষ্টি করা হয়। অন্য হলগুলোতেও ছাত্রদলের কোনো পোলিং এজেন্টকে থাকতে দেওয়া হয়নি। তার ভাষায়, “এ নির্বাচন পুরোপুরি পাতানো। আমরা এর সঙ্গে নেই।”

তাদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং পরিকল্পিতভাবে ছাত্রদলকে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে। ফলে তারা আর এই নির্বাচনের অংশ নয় বলে ঘোষণা দেন।









মন্তব্য