ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০৩ ১৯:১৯:৫৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০৩ ১৯:১৯:৫৭




  • রাজনীতি
  • মানিকগঞ্জের ঘিওরে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন.

মানিকগঞ্জের ঘিওরে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

kzqghvva

মানিকগঞ্জের ঘিওরে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

kzqghvva


মানিকগঞ্জের ঘিওরে দীর্ঘদিন পর বিনা বাধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার ৩ (সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা জুড়ে নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। দিনের শুরুতে ঘিওর পাবলিক লাইব্রেরীতে এক পথসভা শুরু হয়। এরপর মানিকগঞ্জ-১ আসনের  তিনটি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন।

সকালের উপস্থিতিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্লোগানের নগরীতে পরিণত হয় ঘিওর উপজেলা। হাতে ব্যানার-ফেস্টুন ও নানান প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নামে নানান স্লোগান দিতে থাকেন।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর থেকে বিএনপিকে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে নানা সীমাবদ্ধতা ও পুলিশি বাধার মুখোমুখি হতে হয়েছে। তবে এবার নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান পালিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এই র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। 

এসময় আরোও বক্তব্য রাখেন মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর পুত্র আমেরিকা প্রবাসী খোন্দকার রুমান, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঘিওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কায়সার হামিদ, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি ডা: এনামুল হক, ঘিওর  উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম চান্দু, শিবালয়  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু খালিদ ডন, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সদস্য মো. জুয়েল রানাসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। সমাবেশ ও র‍্যালিতে  ঘিওর- দৌলতপুর ও শিবালয়ের উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করে।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় পর বাধাহীনভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারা বিএনপির নতুন জাগরণের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, এ উদ্দীপনা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। প্রধান অতিথির বক্তব্যে ড.  খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, "আজকের এই দিন আমাদের জন্য গর্বের,আমাদের জন্য উল্লাসের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই অঙ্গীকারকে আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে সমুন্নত রেখেছেন। আজ দেশনেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের প্রত্যেকটি সংগ্রামে আলোকবর্তিকার মতো দিশা দেখাচ্ছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পুলিশ বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে গত ১৭ টি বছর আমাদের কোন দলীয় কর্মসুচী ভালোভাবে পালন করতে দেয়নি, আজকের হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমান করে মানুষ বিএনপিকে কত ভালোবাসে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে।"

ড..খোন্দকার আকবর হোসেন বাবলু আরো বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে এ দেশের গণমানুষের দল ও তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে এই দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্ন পূরণে আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাজার হাজার ছাত্র-জনতা ও আমাদের দলের নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার, ফ্যাসিস্ট, মাফিয়া শেখ হাসিনা সরকারকে হঠাতে পারলেও এখনো দেশে পতিত সরকারের দেশী-বিদেশী দোসররা সক্রিয়। তারা নানাভাবে দেশের ভিতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচাল করে দেশকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চাচ্ছে। তারেক রহমানকে দেশে ফিরে আসতে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।"

বাবলু আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন করে সংগঠিত হচ্ছে। জনগণ আর অন্যায়-অবিচার সহ্য করবে না। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এখন দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে আসতে হবে। সেই সাথে সকলকে জণগণের দোরগোড়ায় গিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বুঝিয়ে বলতে হবে।"

তিনি বলেন, "আমার পিতা খোন্দকার দেলোয়ার হোসেনকে আপনারা যেভাবে ভালবেসেছেন তা ছিল অতুলনীয়। আমি হয়তোবা তার মতো হতে পারবো না কিন্তু আমার দ্বারা কোন দুর্নাম হবে না। আমার পিতার আদর্শ নিয়ে আমি আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই। আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের নিয়েই এলাকায় উন্নয়ন করতে চাই।"









মন্তব্য