ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৮-২৮ ১৬:১২:২০
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, যার ফলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এই ঘটনা ঘটে।
আয়োজিত অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি উপস্থিত হননি। সভা চলাকালে উত্তেজিত জনতা দাবি করে যে সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে তারা লতিফ সিদ্দিকী এবং আরও কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের শাহবাগ থানায় নেওয়া হবে। জনতার দাবি অনুযায়ী, তারা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং একে একে তিনটি পুলিশের গাড়িতে করে লতিফ সিদ্দিকীসহ বাকি ব্যক্তিদের移স্থান করা হয়।
‘মঞ্চ ৭১’-এর এই গোলটেবিল বৈঠক সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন অংশগ্রহণ করেন। তবে রাজনৈতিক উত্তেজনার কারণে অনুষ্ঠানটি হঠাৎ থমকে যায় এবং জনতার অভ্যন্তরীণ দাবির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যুক্ত হতে হয়।