ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৮-২৭ ১৯:৩৬:৪৩
পাটুরিয়া ফেরিঘাট ও তৎসংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে ভাঙ্গন রোধে অতি সত্বর যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে অনুরোধ করেন। সেইসাথে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অংগীকার ব্যাক্ত করেন। ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাতের সময় ড. খন্দকার বাবলু বলেন, মহান আল্লাহতালা যদি আমাকে সুযোগ দেন আমি এমন একটা স্থায়ী ব্যবস্থা করতে চাই যেটা নদী শাসন বলে। আমার এর ওপর পড়াশোনা আছে। আমি নদী শাসন করে একটা স্থায়ী সমাধান করব। এটা অবশ্যই করব। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো দ্রুত জিও ব্যাগ দিয়ে কিংবা ব্লক দিয়ে যেভাবে হোক ভাঙ্গন রোধে ব্যবস্থা আপনারা করবেন। সে সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান মাষ্টার, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লাহ, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রহিম শেখ, দৌলতপুর উপজেলা বিএনপি নেতা হিমু খান, দৌলতপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী,খলসী ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিকসহ দলের ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।