ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৮-২৩ ১৬:৪২:৫৫
ইসমাইল হোসেন মোস্তাক চেয়ারম্যান বলেন, উপযুক্ত সবার জন্যই মনোনয়ন স্বাভাবিক প্রত্যাশার একটি অংশ, তেমনি ভাবে আমারও। ভোটাধিকার বঞ্চিত জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা যারা গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তাদের চাহিদাকে সামনে রেখেই দল প্রার্থী বাছাই করবে। সেক্ষেত্রে তরুণ, শিক্ষিত, মেধাবী, সৎ ও জনপ্রিয় কর্মীর বিকল্প নেই। সুতরাং আল্লাহর ইচ্ছেতে আমার আশার জায়গাটা জোরালো।
মনোনয়ন পেয়ে বিজয়ী হলে উল্লেখযোগ্য কি কি কাজ করবেন এমন প্রশ্নে তিনি প্রতিবেদককে বলেন, আকাশকুসুম গল্প ফাঁদব না। মনোনয়ন পেয়ে বিজয়ী হলে জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। অগ্রাধিকারভিত্তিতে মাদক ও দুর্নীতি নির্মূলে কাজ করব। পরিবেশ রক্ষায় সবুজায়ন, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার কাজে হাত দিব। জাতীয় অর্থনীতির টেকসই হাব হিসেবে গড়ে তুলতে নওগাঁ ৪৭/২ অবকাঠামোগত উন্নয়ন এবং কৃষি ও শিল্পের উৎপাদন ও প্রসারে মনোযোগী হব।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নওগাঁ ৪৭/০২ বিএনপি’র প্রার্থী বাছাইয়ে জটিল সমীকরণ, জামাতের প্রার্থী চূড়ান্ত, বাকিরাও মাঠে সরব। ঐতিহ্যবাহী প্রাচীন জেলা নওগাঁ রাজনীতিতে ধামইরহাট / পত্নীতলা -৪৭/০২ আসন জেলার রাজনীতির কেন্দ্রবিন্দু। সেই জেলা ধামইরহাট - পত্নীতলা উপজেলা ঘিরে সকল দলেরই রয়েছে বাড়তি পর্যবেক্ষণ। আসনটিতে বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য দলগুলোও সরব রয়েছে নির্বাচনী মাঠে। সকল দলের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে এ আসনটিতে। এখানকার সাধারণ মানুষের বহুল কাঙ্ক্ষিত ভোটাধিকার এবং তরুণ প্রজন্মের নতুন ভোট, কাঙ্খিত ভোটের হিসাব পাল্টে দিতে পারে নিমিষেই।
গুরুত্বপূর্ণ সেই জেলার ধামইরহাট - পত্নীতলা ঘিরে বিএনপি'র মনোনয়ন প্রতিযোগিতার। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি'র কৃষিবিষয়ক সম্পাদক সাবেক এমপি সামসুজ্জোহা খান, অপরদিকে বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথের পরিচিত মুখ,ধামইরহাট উপজেলা বিএনপির নেতা ইসমাইল হোসেন মোস্তাক চেয়ারম্যান।