ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৮-২২ ১৬:৪৪:১৪




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৮-২২ ১৬:৪৪:১৪




  • রাজনীতি
  • পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না: ডা. জাহিদ.

পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না: ডা. জাহিদ

kzqghvva

পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না: ডা. জাহিদ

kzqghvva


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে। পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। এমন কোনো আচরণ বা ব্যবস্থা মানুষের জন্য করা উচিত নয়, যেটা বিভ্রান্তি তৈরি করে।”

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “যদি আপনাদের কর্মসূচির কারণে নির্বাচন হওয়া নিয়ে মানুষের মনে কোনো আশঙ্কা জমে, তবে লাভবান হবে স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ২০২৪-এ ৩৬ জুলাই করেছিলেন? এখনো বলবো, ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাফ দিয়ে পড়বেন না। ”

‘ আজকে এভাবে যারা কথা বলেন, যাদের কোনো রেকর্ড নাই। যাদের জনগণ কোনো অবস্থাতেই কোনোকিছুর দায়িত্ব দেয়নি; সে সব মানুষ যখন কথা বলেন- তাদের বলবো, আপনাদের অতীত অভিজ্ঞতায় অপরিপক্কতা আছে, সেই জন্য আপনরা যেটা বলেন সেটির পরবর্তী ফলটা স্বৈরাচারের পক্ষে চলে যাবে। দেশ ভয়ংকর বিপদের দিকে এগিয়ে যাবে’-উল্লেখ করেন তিনি।

আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন। গায়ের জোর দিয়ে কিছু করার রাখার চেষ্টা করবেন না। আপনার কথা বলার অধিকার আছে। কথা শোনারও মানসিকতা থাকতে হবে। তা না হলে দেশে গণতন্ত্র থাকবে না। এটা মানি না ওটা মানি না- এমন বাচ্চা মানুষের মতো আচরণ, পরমত সিহিষ্ণুতার যে অভাব এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক-বলেন বিএনপির এ নেতা।

যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন পেছাতে চান তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না এমন প্রশ্ন তুলে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের সময় যারা সুবিধা নিয়েছে তারাই এখন বিএনপিকে নিয়ে নানা কথা বলছেন।









মন্তব্য