ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৮-১৬ ১৭:৩১:৪৪
রোগীদের অপ্রয়োজনীয় ও অযথা স্বাস্থ্য পরীক্ষা দিয়ে অতিরিক্ত অর্থলাভের প্রবণতা বন্ধ করতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।
দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন উপদেষ্টা বলেন, ‘বিদেশি চিকিৎসা নেওয়ার প্রবনতা বন্ধ করেন। দেশের চিকিৎসকদের ব্যবহার ভালো করেন। রোগীদের সমস্যার কথা মন দিয়ে শোনেন। অপ্রয়োজনীয় ও অযথা স্বাস্থ্য পরীক্ষা দেওয়া বন্ধ করেন।’
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কমিটির অভিষেক।
উদাহরণ টেনে আসিফ নজরুল বলেন, ‘আমার বাসার কাজের লোক কিছু দিন আগে ডাক্তার দেখাতে গিয়েছিল। তাকে ১৪টা পরীক্ষা দেওয়া হয়েছে। পর সে গ্রামে গিয়ে এক চিকিৎসকের কাছে গিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা না করেই সুস্থ হয়ে গেছে।’এসময় অপ্রয়োজনীয় কোনো ওষুধ না লেখার অনুরোধও করেন আইন উপদেষ্টা।
সভায় বিপিএইচসিডিওএ’র সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম আসিফ নজরুলের কাছে অনুরোধ করেন, ‘ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত ছাড়া কাউকে যেন গ্রেফতার না করা হয়।
আইন উপদেষ্টা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন- এমন প্রত্যাশাও করেন ডা. এ এম শামীম। তিনি বলেন, ‘সেবা দিতে গেলে কিছু অভিযোগ থাকবে। তবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই।’