ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৬-১৬ ০০:১৬:৪৩
নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৫ জুন) মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের মানুষ মানবিক পুলিশ দেখতে চায়। তারা আগের চেয়ে এখন অনেক বেশি সক্রিয় রয়েছে।
‘পুশ-ইন’ ইস্যুতে তিনি বলেন, ভারতে যদি কোন বাংলাদেশি থেকে থাকে, যথাযথ প্রক্রিয়ায় তাদের পাঠালে গ্রহণ করা হবে, অন্যথায় নয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে।
এদিকে, শনিবার উত্তরায় র্যাব পরিচায়ে টাকা ছিনতাইয়ে জড়িতের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।