ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৬-১৪ ১৬:৪০:৫৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৬-১৪ ১৬:৪০:৫৩




  • অপরাধ
  • উত্তরায় র‌্যাব পোশাকে নগদের কোটি টাকা ছিনতাই.

উত্তরায় র‌্যাব পোশাকে নগদের কোটি টাকা ছিনতাই

kzqghvva

উত্তরায় র‌্যাব পোশাকে নগদের কোটি টাকা ছিনতাই

kzqghvva


র‌্যাবের পোশাক পরে হানা দিয়ে ডিজিটাল আর্থিক পরিষেবা নগদের এজেন্টের কাছ থেকে অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হলো ১ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। যা কোনো ক্রাইম থ্রিলার সিনেমার দৃশ্যের চেয়ে কম কিছু নয়।


শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরের ১২ নং রোডে ঘটে এমন হাড়হিম করা ছিনতাইয়ের ঘটনা।    


ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, র‍্যাবের পোশাক পরিহিত ও পরিচয়ে কালো মাইক্রোবাসে করে এসে আকস্মিকভাবে দুটি মোটরসাইকেলের চারজনকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। যারা নগদ এজেন্টের নিকটস্থ বাসা থেকে ওই টাকা বহন করে ডিস্ট্রিবিউটর কার্যালয়ে আনছিলেন। 


তাদের মধ্যে তিনজনকে ওই মোটা অঙ্কের টাকাসহ জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীরা টাকাগুলো রেখে অস্ত্রের মুখে জিম্মি করাদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে। 


বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নাম্বার ও সিসিটিভি ফুটে সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। এখন পর্যন্ত মামলা দায়ের না হলেও জড়িতদের গ্রেফতারের চেষ্টার পাশাপাশি নগদ এজেন্টের ওই টাকা বহনকারীর চার প্রতিনিধিকে হেফাজতে নিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।









মন্তব্য