ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৪-১৯ ১৮:২৪:৪১
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান(ফরহাদ খান)।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আনম শহিদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সিনিয়র সহ-সভাপতি শাহিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফি উল্লাহ বুলবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান লালু, আহবায়ক নূরু, যুগ্ম আহবায়ক লাবলু, কুলকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি নূর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে গত ১৬টি বছর সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মতো ইসলামপুরের নেতাকর্মীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিবাদী হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্ব প্রতিটি নেতাকর্মী জেল জুলুম হুলিয়া নিয়ে সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জুলাই-আগস্টের গণআন্দোলনে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। আগামীর রাজনীতিতে ইসলামপুরের ত্যাগী নেতাকর্মীরা তাদের প্রাপ্প মর্যাদা পাবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। এই বিষয়ে নজরুল ইসলাম খানের পরিবার সব সময় সচেষ্ট ছিলো এবং থাকবে বলেও মত দেন তিনি।