ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-০৬ ০১:০৮:০১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-০৬ ০১:০৮:০১




  • জাতীয়
  • কলকাতা ও আগরতলা মিশন প্রধানদের প্রত্যাহার.

কলকাতা ও আগরতলা মিশন প্রধানদের প্রত্যাহার

kzqghvva

কলকাতা ও আগরতলা মিশন প্রধানদের প্রত্যাহার

kzqghvva


সরকার ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে। দেশটির পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে। সেখানকার গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে। উগ্রবাদী একটি গোষ্ঠী আগরতলা মিশনে ঢুকে গত মঙ্গলবার হামলা চালায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় দুই মিশন প্রধানকে অনতিবিলম্বে ঢাকায় আসতে নির্দেশ দেয়।

 

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মূলত পরামর্শের জন্য (কনসালটেশন) দুই মিশনপ্রধানকে সদরদপ্তরে ডাকা হলেও তাঁদের কর্মস্থলে ফেরা বিলম্বিত করা হতে পারে। এতে মিশন দুটি সাময়িকভাবে তুলনামূলকভাবে অধস্তন কর্মকর্তা দ্বারা পরিচালিত হতে পারে।

 
কলকাতা মিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান আজ বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শিকদারকে আপাতত ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।

 

অন্যদিকে, কলকাতা মিশনের উপ-হাইকমিশনার হিসেবে অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) শাবাব বিন আহমেদের নাম প্রস্তাব করা হলেও ভারত এ বিষয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সম্মতি জানায়নি।

 

অন্যদিকে, আগরতলা মিশনে সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ঢাকার পথে রয়েছেন। তাঁকেও সাময়িকভাবে ঢাকায় অবস্থান করতে বলা হতে পারে।









মন্তব্য