ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-১৬ ০০:৩৭:২৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-১৬ ০০:৩৭:২৭




  • আইন-আদালত
  • মাকে হত্যা: ছেলে নয়, খুনি অন্য কেউ; তদন্তে নতুন মোড়.

মাকে হত্যা: ছেলে নয়, খুনি অন্য কেউ; তদন্তে নতুন মোড়

kzqghvva

মাকে হত্যা: ছেলে নয়, খুনি অন্য কেউ; তদন্তে নতুন মোড়

kzqghvva


 মাকে হ ত্যা করে ডিপ ফ্রিজে রাখল ছেলে র‍্যাবের তদন্তে বেরিয়ে আসে লো মহ র্ষক সব তথ্য। দুই হাত দিয়ে নাক-মুখ চেপে হ ত্যা করেন নিজের মাকে। দুই হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজের ভেতর রেখে দেন। এরপর ডা কাতির ঘটনা সাজানোর জন্য বাসায় থাকা কু ড়াল দিয়ে বাসার আলমারিতে কো প দেন।

কিন্তু আজ সকাল থেকে পুলিশ জানিয়েছে হত্যা কান্ডর সাথে ছেলে সাদবিন আজিজুর রহমান জড়িত নেই ।করেছে মূলত ভাড়াটিয়া, তাদের অনৈতিক কাজের কথা জেনে যাওয়াতে তারা এ হ’ত্যা করে

হত্যা কান্ডটি চালিয়েছেন ‍সেই বাসার চারতলার মারজিয়া নামের এক নারী, এবং তার সাথে জড়িত আছেন আরো দুজন পুরুষ।নমারজিয়া মূলত বাসাটিতে অনৈতিক কাজ চালাতেন , কিন্তু উম্মে সালমা বিষয়টি জেনে যায় , মূলত একে কেন্দ্র করেই উম্মে সালমাকে হত্যা করা হয়









মন্তব্য