ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-১১ ১৫:৫৪:২৫




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-১১ ১৫:৫৪:২৫




  • খেলা
  • আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ.

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

kzqghvva

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

kzqghvva


আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে প্রথম ম্যাচে ৯২ রানে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয় পেয়েছে টাইগাররা। ফলে শারজায় আজ বিকেল চারটায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দলের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন শান্ত। এই চোটের কারণে তিনি আজ খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা ছিল যা সত্যি হয়েছে। অলিখিত ফাইনালে রূপ নেয়া সিরিজ নির্ধারণী এই ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

তার বদলে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। এদিকে শান্তর বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন জাকির হাসান। এছাড়া একাদশে এসেছে আরও একটি পরিবর্তন, তাসকিন আহমেদের পরিবর্তে আজ দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা।  

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হোসেন, জাকের আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: 

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গাজানফার, ফজলহক ফারুকি।









মন্তব্য