সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম

মোট পঠিত: ২২২

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধরে রাখল মেয়েরা

Babul K.
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধরে রাখল মেয়েরা
খেলা

বাংলাদেশ নারী ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরে পেয়েছে। ফলে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা টিকে রয়েছে নিগার সুলতানা নেতৃত্বাধীন দলের। এখন, সিরিজের শেষ ম্যাচে জয়ী হলে নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।


সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গত রাতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়। এরপর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয়।


বাংলাদেশের বোলিংয়ে নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা আক্তার ২টি করে উইকেট পেয়েছেন।


বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। তার ১২০ বলের ইনিংসে ৫টি চার ছিল। নিগার এক প্রান্ত ধরে রেখে দলের রান ১৮৪ পর্যন্ত নিয়ে যান। ১১তম ওভারে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তিনি। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে ১৮৪ রানেই নবম ব্যাটার হিসেবে তিনি ফিরে যান।


এ ছাড়া সোবহানা মোস্তারি ২৩ রান এবং স্বর্ণা আক্তার ২১ রান করেন। ৫৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর নিগার সোবহানাকে নিয়ে ৫১ রানের এবং স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।


আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৬ দল সরাসরি জায়গা পাবে।


ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর বাংলাদেশ ২৩ ম্যাচে ২১ পয়েন্টে পৌঁছেছে। নিউজিল্যান্ডেরও ২১ পয়েন্ট হলেও তারা নেট রান রেটে এগিয়ে রয়েছে এবং বর্তমানে ছয়ে অবস্থান করছে। তবে, বাংলাদেশ যদি পরবর্তী ম্যাচে জেতে, তারা নিউজিল্যান্ডকে টপকে বিশ্বকাপে সরাসরি স্থান পাবে।


তবে, শেষ ম্যাচে হারলেও বাংলাদেশের জন্য বিশ্বকাপে খেলার আরেকটি সুযোগ রয়েছে। তারা বাছাইপর্বে খেলার সুযোগ পাবে, যেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। বাছাইপর্ব থেকে দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে।


বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ১৮৪ (নিগার ৬৮, সোবহানা ২৩, স্বর্ণা ২১, ফারজানা ১৮; কারিশমা ৪/৩৩, আলিয়াহ ৩/২৪)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২৪ (শেমাইন ২৮, চেরি–অ্যান ১৮, হেইলি ১৬; নাহিদা ৩/৩১, ফাহিমা ২/১৭, রাবেয়া ২/১৯, মারুফা ২/৩৫)। ফল: বাংলাদেশ নারী দল ৬০ রানে জয়ী। ম্যাচসেরা: নাহিদা আক্তার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo