সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ আগস্ট ২০২৫, ০২:৪১ এএম

মোট পঠিত: ১৩২

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

Babul K.
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
রাজনীতি

তরুণদের নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরে তাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষে। এবার তোমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়।


রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, গত দেড় দশকে ৪ কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এবার তাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়।  

এ সময় তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, চলো, আজ আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি—আমাদের প্রথম ভোট হবে বাংলাদেশের পুনর্গঠনের জন্য। আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য। আমাদের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য। ইনশাআল্লাহ।

শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে তিনি বলেন, বিগত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ না দিয়ে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়েছিল। দেশকে তাঁবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করে রাখতে বিগত দেড় দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। যার সাক্ষী তোমরা নিজেরাই।  

তারেক রহমান বলেন, তোমরা যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়ালেখা করতে পারো সেজন্য তোমাদের জন্য ক্যাম্পাসে নিরাপত্তা ও সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিকে আধুনিক  করাসহ অনলাইন ও অফলাইনে লাইব্রেরিকেন্দ্রিক বহুমুখী শিক্ষা চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাষ্ট্র যে বরাদ্দ করে খরচ করে সেটা ব্যয় নয়, সেটিকে আমি বিনিয়োগ হিসেবে দেখি। 

ছাত্ররাজনীতি সম্পর্কে তিনি বলেন, প্রচলিত ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি। 

এ সময় তিনি আগামী বাংলাদেশে একটি মেধাভিত্তিক ও শাসন ও প্রশাসনের জন্য নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করার জন্য তরুণদের আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞান অর্জন ও পড়ালেখাই হতে হবে তোমাদের প্রথম ও প্রধান কাজ। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অনেকে ফ্রিল্যান্সিংয়ের কাজে সম্পৃক্ত, কিন্তু তারা এই আয়ের টাকা দেশে আনতে গেটওয়ের কারণে নানা সমস্যায় পড়েন। এই সমস্যা সমাধানে ইতোমধ্যে পিপল, ওয়াইজ, টাইপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে বিএনপি। সরকার গঠন করলে বিএনপি জনগণকে নিয়ে এই সমস্যাটা  দ্রুততার সঙ্গে সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। যারা কাজ করছে তারা যেমন সুফল পাবে তেমনি যারা সম্পৃক্ত হতে চায় তারাও কাজের সুযোগ পাবে। 

ইংরেজিকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মকে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, একাধিক ভাষা জানা ব্যক্তির পক্ষে দেশে ও বিদেশে  নিজের দক্ষতা ও কাজে লাগানোর সুযোগ সবচেয়ে বেশি। এ কারণেই বিএনপি তরুণ প্রজন্মের কাছে একাধিক ভাষা শেখার সুযোগ  তৈরি করে দিতে চায়। বর্তমান দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা মাধ্যম আছে। কিন্তু আমরা ক্ষমতায় এলে বিশেষ করে ইংরেজিকে জোর দিতে চাই। যাতে আমাদের ভবিষ্যত প্রজন্মের ছাত্রছাত্রীরা এই ভাষাতে আরও দক্ষভাবে ব্যবহার করতে পারে। 

তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আমরা স্কুল পর্যায়ের ভেতরে আইসিটি ও কারিগরি ব্যবস্থা প্রবর্তন করবো। এছাড়া অপশনাল হিসেবে নয় কম্পলসারি হিসেবে শিক্ষা কারিকুলামে খেলাধুলা আর্ট ও কালচারকেও কারিকুলামের ভেতর নিয়ে আসব। যাতে প্রত্যেক শিক্ষার্থী যার যেটা পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জনকরতে সক্ষম হয়। 

শহীদদের কাঙিক্ষত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান উপস্থিত ছাত্রদের উদ্দেশে বলেন, তোমাদের যোগ্যভাবে গড়ে তুলতে হবে। তোমাদের সঙ্গে আরও একটি পরিকল্পনা তুলে ধরতে চাই। এ সময় তিনি ছাত্রদের জন্য বিএনপি কী কী করতে চায় সেই পরিকল্পনার কথা তুলে ধরেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo