সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

মোট পঠিত: ৮০

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি: সিইসি নাসির উদ্দিন

Babul K.
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি: সিইসি নাসির উদ্দিন
জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না নির্বাচন কমিশন। তিনি বলেন, 'আমরা এবার পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা পুনরুদ্ধার করেছি। যদি দেখা যায় যে, কোথাও গুরুতর সমস্যা বা অনিয়ম হয়েছে, তাহলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করে দেব। এরপর সেনাবাহিনী মোতায়েন করে পুনরায় ভোটগ্রহণ করব।'

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনি সংলাপের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, 'আমরা চাই এই নির্বাচন যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়। এ জন্য আন্তর্জাতিক ও স্থানীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণ বাড়ানো হবে। বিদেশি পর্যবেক্ষক আনার প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে দেশীয় পর্যবেক্ষকদের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।'


সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, 'এখনকার নির্বাচন কেবল মাঠের লড়াই নয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মেও অনেক সমস্যা দেখা দেয়। অপপ্রচার, ভুয়া তথ্য ও প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে যেসব প্রস্তাব এসেছে তা আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি। অতীতে অনেক পরামর্শ বাস্তবায়িত হয়নি—কিন্তু এবার আমরা চেষ্টা করব সেগুলো বাস্তবায়ন করার।'


সিইসি বলেন, 'আমাদের সদিচ্ছার অভাব নেই। আমরা চাই অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। নির্বাচন কমিশন একা এটা করতে পারবে না। সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, নাগরিক সমাজ—সবার সমন্বিত সহযোগিতা দরকার। আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসিনি। এ দেশে থেকে, এ দেশের মানুষের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে।'


তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'আপনারা সমাজে প্রভাবশালী। মানুষ আপনাদের কথা শোনে। তাই জনগণকে ভোটের প্রতি আগ্রহী করে তুলুন। সবাই যেন কেন্দ্রে আসে এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করে, সে জন্য মানুষকে উৎসাহিত করুন।'


সংলাপে চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বেগম রাশেদা কে চৌধুরী বলেন, ভোটের আগে, ভোট গ্রহন চলার সময় ও পরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, 'আস্থার সংকট এখন বড় চ্যালেঞ্জ। মানুষ ঠিকই বুঝে পরিস্থিতি কী। সাধারণ মানুষকে অবহেলা করলে চলবে না।' তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠী ও নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষ ব্যবস্থার আহ্বান জানান।

অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, নির্বাচনকালে যদি সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তা প্রকাশ্যে আনতে হবে। তিনি বলেন, 'ইসিকে গণমাধ্যমের স্বাধীন চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকে অবাধ বিচরণের অনুমতি দেওয়া হলে জনগণও নির্বাচনের প্রতি আস্থা পাবে।'

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, 'শুধু ভোটের দিন নয়, ভোটের আগে থেকেই কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতার প্রতিফলন থাকতে হবে। তাহলেই জনগণ নিশ্চিত হবে যে, তাদের ভোট সঠিকভাবে গণনা হবে।'


সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, আইনজীবী, নারী অধিকারকর্মী, উন্নয়নকর্মীসহ ১৩ জন বিশিষ্ট নাগরিক। তারা প্রত্যেকে আসন্ন নির্বাচনের আগে আস্থা পুনরুদ্ধার, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রস্তাব দেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo