সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
repoter 4

প্রকাশিত :
০৯ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩০৩

সোলেডার দখলের রাশিয়ার দাবি প্রত্যাখান করেছে ইউক্রেন

repoter 4
সোলেডার দখলের রাশিয়ার দাবি প্রত্যাখান করেছে ইউক্রেন
আন্তর্জাতিক
ডেইলি বাংলা টাইমস:

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলের লবণ খনি সমৃদ্ধ শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রাশিয়ার এই দাবি প্রত্যাখান করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

বুধবার ইউক্রেনীয় সামরিক বাহিনীর কৌশলগত যোগাযোগ শাখা এক বিবৃতিতে বলেছে, সোলেদার ইউক্রেনের ছিল, আছে এবং থাকবে। তাদের দাবি, ওয়াগনার গ্রুপ যে ছবিগুলো সোলেদারে তোলা হয়েছে বলে রাশিয়ান মিডিয়ায় বলেছে সেগুলো অন্য কোথাও তোলা হয়েছে। এর আগেও কিয়েভ দাবি করেছিল তাদের সেনারা শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

পূর্ব সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, রাশিয়ান বাহিনী এখনও শহরটি নিয়ন্ত্রণে নিতে পারেনি। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীকে সামনের লাইনগুলি ভেঙে যেতে দেয়নি। সেখানে একটি জটিল পরিস্থিতি রয়েছে, এখন প্রচণ্ড যুদ্ধ চলছে।

এদিকে রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতেই রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, সোলেদারের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সৈন্যরা। কিন্তু শহরের কেন্দ্রস্থলে এখনও লড়াই চলছে বলেও জানিয়েছেন তিনি।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও মঙ্গলবার বলেছে, রাশিয়ান এবং ভাড়াটে ওয়াগনার গ্রুপের বাহিনী সম্ভবত গত চার দিনের অগ্রগতির পরে ডনবাস শিল্প অঞ্চলের বেশিরভাগ শহরের নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, সোলেদার দখল করা রাশিয়ান বাহিনীর জন্য সুবিধাজনক হবে, কারণ তারা দক্ষিণ-পশ্চিমে কয়েক কিলোমিটার দূরে বাখমুত শহরের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। যেখানে প্রায় ১১ মাস আগে রাশিয়া আক্রমণ করার পর থেকে উভয় পক্ষের সৈন্যরা সবচেয়ে তীব্র লড়াই ও ক্ষতি হয়েছে। এছাড়াও সোলেদার ও এর বিশাল লবন খনিগুলোর দখল রাশিয়ার জন্য সামরিক ও বাণিজ্যিকভাবে মূল্যবান হবে।

বিশিষ্ট সাংবাদিক ইউরি বুটুসভ, যিনি সোলেদারে ইউক্রেনীয় সৈন্যদের সাথে যুক্ত, অনলাইন নিউজ আউটলেট নিউ ভয়েসে লিখেছেন, রাশিয়ান বাহিনী শহরের প্রধান ইউক্রেনীয় রসদ সরবরাহ রুটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, এটি একটি সম্পূর্ণ ঘেরাও নয়, তবে রুট বরাবর স্বাভাবিক রসদ সরবরাহ অসম্ভব এবং এটি প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: রয়টার্স, এএফপি


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo