সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ এপ্রিল ২০২৩, ০৯:০৮ পিএম

মোট পঠিত: ৩০৫

পণ্য আমদানি কমলেও বাণিজ্য ঘাটতি বাড়ছে

Babul K.
পণ্য আমদানি কমলেও বাণিজ্য ঘাটতি বাড়ছে
ব্যবসা বানিজ্য

ডেইলি বাংলা টাইমস: নানা উদ্যোগ নিয়ে পণ্য আমদানি কমানো গেলেও রপ্তানি আয়ও কমে গেছে। এ কারণে বাণিজ্য ঘাটতি বাড়ছে। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য বাণিজ্য ঘাটতি যেখানে ছিল ১ হাজার ৩৩৮ কোটি ৮০ লাখ ডলার। এক মাসের ব্যবধানে ৮ মাসের হিসেবে (জুলাই- ফেব্রুয়ারি) তা ৫০ কোটি ডলার বেড়ে ১ হাজার ৩৮২ কোটি ৮০ লাখ ডলার হয়েছে। পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় ঋণাত্মক হয়ে পড়েছে চলতি হিসাবের ভারসাম্য। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে আলোচ্য ৮ মাসে চলতি হিসাবের ভারসাম্য হয়েছে ঋণাত্মক প্রায় ৪৩৯ কোটি ডলার।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি ব্যয় কমাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে কমে গেছে আমদানি ব্যয়। কিন্তু এর পরেও কাঙ্খিত হারে রপ্তানি আয় না হওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে যাচ্ছে।




বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আমদানি ব্যয় কমাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলাসজাত পণ্যের আমদানিতে নিরুৎসাহিত করা হয়েছে। ৩০ লাখ ডলারের পণ্য আমদানিতে তদারকি করা হচ্ছে। শতভাগ মার্জিন দিয়ে পণ্য আমদানিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে ডলার সঙ্কটের কারণে পণ্য আমদানির জন্য ব্যবসায়ীরা কাঙ্খিত হারে পণ্য আমদানি করতে পারছে না। সব মিলেই সামগ্রিক আমদানি কমে গেছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে দেখা যায়, ৮ মাসে পণ্য আমদানির প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক প্রায় সাড়ে ১০ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল প্রায় ৪০ শতাংশ। সামগ্রিক আমদানি কমলেও কাঙ্খিত হারে রপ্তানি আয় হচ্ছে না। এতেই বাণিজ্য ঘাটতি বেড়ে যাচ্ছে।


প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম আট মাসে দেশে মোট ৪ হাজার ৮৭৯ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়েছে। যেখানে আগের অর্থবছরের একই সময়ে ৫ হাজার ৪৩৭ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছিল। সেই হিসাবে ৮ মাসে আমদানির প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক ১০ দশমিক ২৭ শতাংশ। আর আমদানির বিপরীতে চলতি অর্থবছরের ৮ মাসে রপ্তানি হয়েছে ৩ হাজার ৪৯৬ কোটি ডলারের পণ্য। যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ১৯৪ কোটি ডলার। সেই হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। এর ফলে বাণিজ্য ঘাটতি হয়েছে ১ হাজার ৩৮২ কোটি ৮০ লাখ ডলার।



সংশ্লিষ্টরা জানান, আমদানি ব্যয় আর কমানো সম্ভব হবে না। কারণ শিল্পের কাঁচামাল আমদানি করতে না পারলে উৎপাদনই ব্যাহত হবে। এ কারণে এ বাণিজ্য ঘাটতি আরও বেড়ে যাবে। শুধু বাণিজ্য ঘাটতিই বাড়ছে না, সেবা আয়ে ঘাটতিও বেড়ে যাচ্ছে।


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় চলতি হিসাবের ভারসাম্যও ঋণাত্মক হয়ে গেছে। কারণ আমদানির তুলনায় রপ্তানি আয় কমে গেলে চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হয়ে যায়। চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হওয়ায় বিদেশি বিনিয়োগও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 


এ অবস্থায় বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে রপ্তানি পণ্যের পরিধি বাড়ানো এবং নতুন বাজার বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo