সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ এএম

মোট পঠিত: ২৮৩

অস্ট্রেলিয়াকে গুড়িয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

Babul K.
অস্ট্রেলিয়াকে গুড়িয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
খেলা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে টানা দুই জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো দক্ষিণ আফ্রিকা।  লক্ষেœৗর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রোটিয়ারা ১৩৪ রানের বড় ব্যবধানে হারায় অজিদের। আগে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও এইডেন মার্করামের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রানের বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪০.৫ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের অসহায়ত্ব খুঁজে বের করে তাদের তুলোধুনো করে ছেড়েছে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। কুইন্টন ডি কক আর টেম্বা বাভুমার জুটি ভাঙতেই রীতিমত গলদঘর্ম হতে হয়েছে অজিদের। ১৭.৪ ওভারে জুটিতে শতরান পূর্ণ করেন ডি কক-বাভুমা। অবশেষে ২০তম ওভারে এসে এই জুটি ভাঙেন গেøন ম্যাক্সওয়েল। উদ্বোধনী জুটিতে ধীরগতির ছিলেন বাভুমা। তার উইকেটটিই তুলে নেন ম্যাক্সওয়েল। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন বাভুমা (৫৫ বলে ৩৫)। এরপর অবশ্য ফন ডার ডুসেনকে ইনিংস বড় করতে দেননি অ্যাডাম জাম্বা। ৩০ বলে ২৬ করে ড্রেসিংরুমের পথ ধরেন এই ব্যাটার। তবে ডি কক বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার সেঞ্চুরি ছিল ৮৩ বলে, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকান ৯০ বলে। মারকুটে এই সেঞ্চুরির পর অবশ্য দুর্ভাগ্যজনক আউট হন ডি কক। ম্যাক্সওয়েলকে রিভার্স পুল খেলতে গিয়েছিলেন। বল তার গøাভসে লেগে নিচে পড়ে স্টাম্প ভেঙে যায়। ১০৬ বলে ৮ চার ও ৫ ছক্কায় ডি ককের ব্যাট থেকে আসে ১০৯ রান। ৪১ বলে ফিফটি করেন এইডেন মার্করাম। ৪৪তম ওভারে তার ৪৪ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসটি থামান প্যাট কামিন্স। স্টাম্প ছেড়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন মার্করাম। পরের ওভারে জস হ্যাজেলউড তুলে নেন হেনরিখ ক্লাসেনকেও (২৭ বলে ২৯)। টানা দুই ওভারে দুই সেট ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রানের গতি কিছুটা কমে যায়। শেষদিকে মার্কো জানসেনের ২২ বলে ২৬ এবং ডেভিড মিলার ১৩ বলে করেন ১৭ রান। দুই ব্যাটারকেই শেষ ওভারে আউট করেন মিচেল স্টার্ক। রান দেন মাত্র ১টি। নাহলে দক্ষিণ আফ্রিকার পুঁজিটা হয়তো আরেকটু বড়ই হতো। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও গেøন ম্যাক্সওয়েল যথাক্রমে ৫৩ ও ৩৪ রানে পান ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে প্রোটিয়া বোলারদের দাপটে শুরু থেকেই ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। মাত্র ৭০ রানে তারা হারায় ৬ ব্যাটারকে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন মারনাস ল্যাবুসেন। ৭৪ বল খেলে তিনি ৩ চারের মারে পান এই সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ বলে ৩ বাউন্ডারিতে ২৭ রান আসে মিচেল স্টার্কের ব্যাট থেকে। আর অধিনায়ক প্যাট কামিন্স করেন ২১ বলে চার বাউন্ডারিতে করেন ২২ রান। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৩৩ রানে পান ৩ উইকেট। ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo