সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ এপ্রিল ২০২৩, ১২:০৫ এএম

মোট পঠিত: ৩০৬

অরুণাচল প্রদেশের ১১ জায়গার নতুন নাম দিয়েছে চীন

Babul K.
অরুণাচল প্রদেশের ১১ জায়গার নতুন নাম দিয়েছে চীন
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে চীন-ভারতের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। আবারও ভারতের এই প্রদেশের ১১টি স্থানের নতুন নাম প্রকাশ করেছে চীন। এই প্রদেশের ওপর নিজেদের মালিকানা দাবির অংশ হিসেবে চীন এই উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করছে ভারত।


চীন এ নিয়ে তৃতীয়বার অরুণাচল প্রদেশের ‘নতুন নামকরণ’ করেছে। চীন এই পুরো অঞ্চলকে ‘জাঙ্গনান’ বলে থাকে, যাকে তারা তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ মনে করে।


চীনের বেসামরিক–বিষয়ক মন্ত্রণালয় গতকাল সোমবার চীনা, তিব্বতি ও পিনইন ভাষার অক্ষরে এসব নাম প্রকাশ করেছে। মন্ত্রণালয় দাবি করেছে, চীনের স্টেট কাউন্সিল ও মন্ত্রিসভার জারি করা নামের সঙ্গে সংগতি রেখে নতুন ভৌগোলিক নাম প্রকাশ করা হয়েছে।



চীনের নতুন করে প্রকাশ করা নামের মধ্যে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা ও দুটি নদী রয়েছে।


২০১৮ ও ২০২১ সালে এভাবে চীন অরুণাচল প্রদেশের কিছু এলাকার নাম পরিবর্তন করে একটি তালিকা প্রকাশ করেছিল। এর আগে চীন ২০১৭ সালে প্রথম ছয়টি স্থানের নতুন নামকরণ করেছিল। আবার ২০২১ সালে ১৫টি জায়গার নতুন নাম প্রকাশ করে।


তবে নয়াদিল্লি প্রতিবারই অরুণাচল প্রদেশে চীনের ভূখণ্ডের দাবিকে নাকচ করে দিয়ে বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড অংশ, ভবিষ্যতেও তাই থাকবে।


ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি ২০২১ সালের ডিসেম্বরে বলেছিলেন, চীন এবারই প্রথম অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম নতুন করে প্রকাশ করেছে, এমন নয়। অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড অংশ আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রদেশের নতুন নতুন নামকরণ করে এই সত্যের পরিবর্তন করা যাবে না।



চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘ভৌগোলিক নামকে মানোপযোগী’ করতে চীনা কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।


দালাইলামা অরুণাচল প্রদেশ সফরের পর ২০১৭ সালে চীন প্রথম নাম পরিবর্তনের ঘোষণা দেয়। চীন তখন তিব্বতের এই আধ্যাত্মিক নেতার অরুণাচল প্রদেশ সফরের কড়া সমালোচনা করেছিল।


দালাইলামা অরুণাচল প্রদেশের তাওয়াং দিয়ে তিব্বত থেকে ভারতে পালিয়ে আসেন। ১৯৫০ সালে চীন এই হিমালয় অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পর ১৯৫৯ সালে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।


গত ডিসেম্বরে তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পূর্বাঞ্চলীয় লাদাখে কয়েক মাসের অচলাবস্থার মধ্যে অরুণাচলে দুই দেশের সেনাদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছিল।


তখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ তুলে বলেছেন, চীন ‘একতরফা’ এলএসিতে স্থিতাবস্থার পরিবর্তন করছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo